Alovera

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর কয়েকটি গুণ
ঘৃতকুমারী শুনে অনেকে ভুরু কোঁচকালেও কিন্তু একে সবাই অ্যালোভেরা নামে ভালোই চেনেন। ঔষধি এই ভেষজের নানা গুণের কথা পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলের মানুষের জানা। শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে আর অসুখ-বিসুখ সারিয়ে তুলতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী অতুলনীয়। এই উদ্ভিদ খাদ্য-পানীয় হিসেবে যেমন কার্যকর তেমনি তা বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য।
আমাদের সকালের ই ত্বকের কম বেশি সমস্যা আছে। ব্রন,কাল দাগ,তৈলাক্ত ইত্যাদি। ত্বকের যাবতীয় সমস্যা সমাধান পেতে হলে ,100% সুস্থিত অ্যালো ভেরার সাথে দৃর্লভ উদ্ভিদের প্রাকৃতিক নির্যাস ও ভিটামিন ই সমৃদ্ধ । ব্যবহারে ত্বকের কালো দাগ দৃর ও রং ফসা করার মাধ্যমে আপনার ত্বকে এনে দিবে বাড়তি সৌন্দর্য ।ফরএভার লিভিং প্রডাক্ট তৈরী করেছে ভেরার শক্তি সম্দ্ধৃ তরতাজা পাতার ভেতরের নির্যাস বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ত্বকের যতের নিয়মাবলী সমৃদ্ধ ফেসিয়াল কিট।
যাদের শুক্রাণু পাতলা তাদের জন্য দুই চামচ চটকানো ঘৃতকুমারী পাতার শাষ এবং দুই চামচ চিনি মিশিয়ে শরবত করে ১৫-২০ দিন খেলে পাতলা শুক্রাণু অকারণে স্খলন বন্ধ হবে।

অনিয়মিত এবং অস্বাভাবিক মাসিক হলে: ঘৃতকুমারী পাতার শাষকে ভালভাবে চটকে চালুনীতে/ঝাকীতে পাতলা আবরণ করে একবার শুকানোর পর আরেকবার তার উপরেই পাতলা আবরণ লাগাতে হবে। এভাবে কয়েকবার লাগানোর পরে আমসত্বের মতো তৈরি হবে। মাসিকের সময় ২/৩ গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে।
এছাড়াও, ত্বকের যত্নে অ্যালোভেরা,চুলের যত্নে,রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,হজমি সহায়ক,প্রদাহ ও ব্যথা কমায়,ডায়াবেটিস প্রতিরোধ করতে অ্যালোভেরা,মল পরিষ্কার করতে:
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই.
আমাদের অফিস থেকে পণ্য দেখে বুঝে নিয়ে নগদ মূল্য পরিশোধ করুন।ঢাকায় হোম ডেলিভারি জন্য অনলাইনের মাদ্ধমে অর্ডার করুন।ঢাকার বাহিরের জন্য এস এ পরিবহন ও অন্যান্য কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে অনলাইনের অর্ডার করুন।
অর্ডার করতে কল করুনঃ 01515291750 অথবা আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সহ ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

http://lnkclik.com/6Lpqhttp://lnkclik.com/6Lpqhttp://lnkclik.com/6Lpq


http://lnkclik.com/6Lpq


Diet banner set 300 x 250 style 4

0 comments:

Post a Comment