Friday, 3 August 2018

অ্যাভোকাডো ফেইস এ্যান্ড বডি সোপ

স্বাভাবিক রূপের প্রাথমিক পর্যায় হচ্ছে সুস্থ ও মসৃণ ত্বক আর প্রাকৃতিই আপনাকে দিতে পারে সুস্থ মসৃণ ত্বক। সঠিক উৎকৃষ্ট প্রাকৃতিক উৎস অনুসন্ধান করে অধিক নরম, কোমল এবং সুন্দর ত্বকের দ্রব্য তৈরীর জন্য প্রায় ৩৫ বছরের অধিক সময় ধরে ফরএভারকে বিশ্বজুড়ে অগ্রপথিক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের অ্যাভোকাডো ফেইস এ্যান্ড বডি সোপ তার উৎকৃষ্ট উদাহরণ।
 শক্তিশালী এই অ্যাভোকাডো ফলে আছে প্রাকৃতিক ভাবে পরিষ্কারের মাধ্যমে সুন্দর ও আর্দ্র করে ত্বককে নবতোজোদীপ্ত করার বিশেষ গুন।
 সব ধরণের ত্বকের জন্য উপযোগী এই সাবান কোন প্রকার জ্বালা পোড়া ছাড়া তৈলাক্ত ত্বক ও এর লোমকূপকে পরিষ্কার ও স্বাস্থ্যোজ্বল করে।
শুষ্ক ও স্পর্শ কাতর ত্বককে দ্রুত উপশমের মাধ্যমে ত্বকের ভেতরে ঢুকে ত্বককে মোলায়েম ও আর্দ্র করে।
অ্যাভোকাডো হচ্ছে ময়েশ্চারাইজার ও ক্লিনজার গোসলের পর এর Citrus (লেবু জাতীয় ফল) সুরভি আপনার অনুভূতিতে থাকবে।
ফলের প্রাকৃতিক সুগন্ধি যুক্ত সাবান আপনার ত্বককে রাখবে নরম কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল মনোমুগ্ধকর অনুভূতিতে।
অ্যাভোকোডো হচ্ছে ভিটামিন এ, বি, ডি এবং ই এর উৎকৃষ্ট উৎস
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি র্যাডিক্যাল এর বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা দেয়

কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই. বাংলাদেশের যেকোন জেলা ও উপ-জেলা থেকে পরিবহনের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
অর্ডার করতে কল করুনঃ 01515291750
প্রকৃত মূল্যঃ 446 টাকা
ছাড়কৃত মূল্যঃ 430 টাকা
*** Our Facebook Page....
https://www.facebook.com/ALOVERABD/
lnkclik.com/6Mao

YouTonicsSport_banner-728x90

0 comments:

Post a Comment