একটি সুস্থ দেহ ও জীবনী শক্তির জন্য অপরিহার্য প্রয়োজনীয় পুষ্টি সমূহের সমষ্টি হলো ফ্যাটি অ্যাসিড। পুষ্টির এই সমষ্টি দেহের গুরুত্বপূর্ণ কার্যাবলীতে সহায়তা করে, বিশেষ করে দেহের প্রতিটি কোষ সমূহের উপর নিরাপত্তা মূলক আবরণ তৈরীর মাধ্যমে। আমাদের দেহ ফ্যাটি অ্যাসিড ব্যবহারের মাধ্যমে দেহের ঘাটতি পূরণে অতি গুরুত্বপূর্ণ বডি ফ্যাট তৈরি করে যা প্রয়োজন হয় দেহের ভেতরে অঙ্গ সমূহকে আত্মরক্ষা মূলক আবরণ তৈরীতে ও আমাদের শরীরকে উষ্ণ রাখতে। যাই হোক সব ফ্যাটি অ্যাসিডই উপকারী নয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানতঃ প্রাণী ফ্যাট (চতুষ্পদ জন্তু) থেকে পাওয়া যায় যা শরীরের কোলেস্টরল বাড়ায় এবং হৃদ রোগের ঝুঁকি বৃদ্ধি করে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র বিভিন্ন ভেজিটেবল অয়েল (উদ্ভিদ তেল) থেকে পাওয়া যায় যা গ্রহণে কোলেস্টরল এবং হৃদ রোগের ঝুঁকি কমায়।
ফরএভার লিভিং প্রোডাক্ট পুষ্টি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করে সর্বাধুনিক গবেষণার মাধ্যমে তৈরী করেছে সর্বোৎকৃষ্টমানের শরীরের ঘাটতি পূরণে পরিপূরক খাদ্য Arctic sea Omega-3 । Arctic sea Omega-3 এর সাথে ওমেগা-নাইন ফ্যাটি অ্যাসিড এর সমন্বয়ে তৈরী আর্কটিক সি দেয় নিরাপদ, সুষম এবং মার্কারি ফ্রি, শরীরের জন্য অপরিহার্য ভাবে দরকারি খাদ্য যা যুক্তি সঙ্গতভাবে স্বাস্থ্যপ্রদ কোলেস্টরল এবং triglyceride সুষম মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ফরএভারের আর্কটিক সি এর বৈজ্ঞানিক গবেষণার প্রধান সাফল্য এই যে, এটি একটি সুষম পরিপূরক খাদ্য যা সমভাবে সরবোচ্চ কার্যকারিতার জন্য উদ্ভিদ তেল এবং প্রাকৃতিক ফারমাসিটিক্যাল গ্রেড ফিস অয়েল থেকে তৈরী।
Omega-3 হচ্ছে essential polyunsaturated fatty acid যা পাওয়া যায় স্যালমন মাছে এবং অন্যান্য seafood-এ ওমেগা-নাইন হচ্ছে unsaturated fatty acid যা অলিভ ওয়েল এর মত উদ্ভিদ তৈল এ পাওয়া যায়। প্রতিটি সফটজেল এ আছে EPA 225mg এবং DHA 150mg. EPA এবং DHA যা সুস্থ রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় সাহায্য করে। অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলীতে প্রয়োজন, বিশেষ করে সুস্থ চোখ, মস্তিষ্কের বিকাশ ও মনোযোগ বৃদ্ধি এবং দেহের প্রতিটি জয়েন্টকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এছাড়া Omega-3 আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে সহযোগিতা করে।
এক নজরেঃ
* রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে
* Omega-3 এবং Omega-9 ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যপ্রদ কোলেস্টরল এবং triglyceride বজায় রাখতে সাহায্য করে
* দেহের প্রতিটি জয়েন্টকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে
* মার্কারি ফ্রি (Mercury-free)
পরিমাণঃ
১২০টি সফটজেল
সেবন বিধিঃ
পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে খাবারের পরে/মাঝে ১টি থেকে ২টি ক্যাপসুল দৈনিক ৩ বেলা সেব্য।
ফরএভার আর্কটিক-সি ওমেগা-৩ (মূল্য-৳ ২৩৩০)
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া
ছাড়াই.আমাদের
অফিস থেকে
পণ্য দেখে
বুঝে নিয়ে
নগদ মূল্য
পরিশোধ করুন।
ঢাকায় হোমডেলিভারি
জন্য অনলাইনের
মাদ্ধমে অর্ডার
করুন। ঢাকার
বাহিরের জন্য
এসএ পরিবহন
ও অন্যান্য
কুরিয়ারের মাধ্যমে
পণ্য ডেলিভারি
নিতে অনলাইনের
অর্ডার করুন।
0 comments:
Post a Comment